যোগাযোগ গোলযোগ
এনটিভিতে আজ রাত ৮.১৫ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক 'যোগাযোগ গোলযোগ'। নাটকটি প্রতি সোমবার ও মঙ্গলবার প্রচার হচ্ছে। এজাজ মুননা'র রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন- আফজাল শরীফ, আব্দুল কাদের, খালিকুজ্জামান, আজাদ আবুল কালাম, সাজু খাদেম, মীর সাবি্বর, সুমাইয়া শিমু, উর্মিলা কর, মার্শিয়া, ফেরদৌসী লিনা, কুমকুম হাসান, আমিন আযাদ, কামাল বায়েজীদ প্রমুখ। 'গুলাম আলী মির্জা একজন ব্যাক্তি যিনি সুযোগ সন্ধানী, স্বার্থপর, একনায়ক। কারোর কোন মত প্রকাশের স্বাধীনতা তার সংসারে নেই।
চতুরঙ্গ
একুশে টেলিভিশনে প্রচার শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক 'চতুরঙ্গ'। আনোয়ার হোসেন আনুর রচনা এবং কায়সার আহমেদের পরিচালনায় ধারাবাহিক নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শশী, রুনা খান, ওয়াহিদা মলি্লক জলি, আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, আলভী মুক্তি, আ খ ম হাসান, সাজু খাদেম, শামীম, তন্দ াসহ আর অনেকে। ধারাবাহিক নাটক 'চতুরঙ্গ' প্রতি রবি এবং সোমবার রাত ০৯টা ৩০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে।
ঘূর্ণিপাক
ফারিয়া হোসেনের রচনায় এবং জিয়া রায়হানের পরিচালনায় ধারাবাহিক নাটক 'ঘূূর্ণিপাক'। এতে অভিনয় করেছেন জিতু আহসান, রোমানা, মিমো, সাবি্বর আহমেদ, অবিদ রেহান, জাহিদ হোসেন শোভন, স্বর্ণা, ফেরদৌসী লীনা, শেলী আহসান, মমিন বাবু, রিমু, জাহিদুল ইসলাম মিন্টু এবং পর্যায়ক্রমে অন্যান্য অভিনয় শিল্পী।
এসএ টেলিভিশনে সম্প্রচার হচ্ছে প্রতি রবি ও সোমবার রাত ৮.৩০ মিনিটে।
গোবরা চোর
মোহনা টিভিতে আজ প্রচার হবে ধারাবাহিক নাটক গোবরা চোর।
নাট্যকার অভিনেতা বৃন্দাবন দাসের গল্পে নাটকটির নাট্যরূপ দিয়েছেন অভিনেতা সাইদুল আনাম টিটু।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাবি্বর,বৃন্দাবন দাস,মোশারফ করিম,তমালিকা কর্মকার,ওয়াহিদা মলি্লক জলি,সাজু খাদেম,জয়ন্তুু চট্্রপাধ্যায়,প্রান রায় প্রমূখ। নাটকটি পরিচালনা করেছেন সাইদুল
আনাম টিটু।
নাটকটি মোহনা টিভিতে দেখবেন আজ রাত ১১ টা ১৫ মি.। চোখ রাখুন মোহনার পর্দায়।
নায়িকা সংবাদ
জিটিভিতে সপ্তাহের প্রতি সোম ও মঙ্গলবার নিয়মিত ভাবে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক নায়িকা সংবাদ। এম.আর মিজানের গল্পে নাটকটির নাট্যরূপ দিয়েছেন অভিনেত্রী নাজনীন হাসান চুমকী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশারফ করিম, নাদিয়, নাজনীন হাসান চুমকী, জয়রাজ, স্বাগতা, সাজ্জাদ রেজা প্রমূখ। নাটকটি পরিচালনা করেছেন এম.আর মিজান। নাটকের কাহিনীতে দেখা যাবে-বাংলাদেশের একটি গ্রামের নাম সুন্দরপুর। এই গ্রামের মধ্যবিত্ত আব্দুল কুদ্দুস মাখন স্ত্রী, দুই ছেলে রিন্টু, পিন্টু, একমাত্র মেয়ে পুঁটি আর বড় ছেলের বউ আয়না বেগমকে নিয়ে সুখের সংসার। বড় ছেলে রিন্টু বাপের ধানী জমি দেখভাল করে, আর বাকী সময়টা বউয়ের আচল ধরে সময় পার করে। তবে হাতে টাকা থাকলে জুয়া খেলায় মেতে ওঠে। আর পল্টু ভাগ্যের চাকা পাল্টানোর জন্য ঢাকায় পারি জমায়, একা একা বাড়ি থেকে ঢাকায় গেলেও বাড়ি ফেরে বউ নিয়ে। এই বউ সাধারন কেউ নয়, একেবারে নায়িকা বউ। ধারাবাহিকটি প্রতি সোম ও মঙ্গলবার রাত ৯টা ৩৫মিনিটে জিটিভিতে প্রাচার হবে।
সিক্রেট সার্ভিস
দেশ টিভিতে আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক সিক্রেট সার্ভিস। নাটকটি রচনা করেছেন মাসুম রেজা আর
পরিচালনা করেছেন আরিফ খান। এতে
অভিনয় করেছেন জামালউদ্দিন হোসেন, পীযুষ বন্দোপাধ্যায়, মিতা চৌধুরী, মামুনুর রশিদ, কে.এস. ফিরোজ, কল্যাণ, আরফান নিশো, সোহানা সাবা, তানভীর তনু, রিয়া, ফেরদৌসী মজুমদার, শাহরিয়ার শুভ।
মাহিন ক্যামব্রীজ ইউনিভার্সিটিতে পড়ে। সেখানে থাকা অবস্থাতেই খবর পায় তার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছেন। কিন্তু মাহিন প্রায় রাতে তার বাবাকে স্বপ্ন দেখে।
বাংলায় ডাবিং করা
ধারাবাহিক 'মারলিন'
এটিএন বাংলায় আজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে বাংলায় ডাবিংকৃত শিশুতোষ ধারাবাহিক 'মারলিন'। অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ এ সিরিজের কাহিনীতে দেখা যাবে তরুণ জাদুকর মারলিন এসে পেঁৗছালো ক্যামেট রাজ্যে। এখানে রাজ চিকিৎসক গেইয়াসের সঙ্গে তার থাকার সব ব্যবস্থা করে দিয়েছেন মারলিনের মা। কিছুদিন পরেই মারলিন জানতে পারলো যে বর্তমান রাজা, ইউথার পেনড্রাগন, সব ধরনের জাদুকে নিষিদ্ধ ঘোষণা করেছে। একমাত্র টিকে থাকা ড্রাগনকেও রাজা তার রাজ্যে মাটির নিটে অনেক গভীরে বন্দী করে রেখেছে। সেই ড্রাগন মারলিনকে জানালো, ইউথারের ছেলে আর্থার একটা সময়ে বিশাল আর মহান এক রাজ্য প্রতিষ্ঠা করবে। আর আর্থারকে বিভিন্ন বিপদের হাত থেকে রক্ষা করে মারলিনও সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু আর্থারের সঙ্গে যখন প্রথমবারের মতো দেখা হলো, মারলিনের মনে হলো আর্থার একটা উদ্ধত যুবক, যে শুধু তর্জন গর্জনই করতে পারে। আর্থারের কাছেও মারলিনকে তেমন বিশেষ কিছু মনে হলো না।