সম্প্রতি নির্মিত হয়েছে একক নাটক 'রূপকথার বেহালা'। গতকাল নাটকটির শুটিং শেষ হয়েছে। আকিদুল ইসলামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রিচি সোলায়মান, আনিসুর রহমান মিলন ও সাঈদ বাবু। আরও আছেন শর্মিলী আহমেদ, মুনিয়া ইসলাম। নাটকটি বাসভূমি প্রডাকশন থেকে নির্মিত হয়েছে। নির্বাহী প্রযোজক আবিদা রুচি। নাটকের গল্পে দেখা যাবে, রিচি এবং বাবু স্বামী-স্ত্রী। সুখের সংসার তাদের। কিছুদিন ধরে মাঝে-মধ্যেই বেহালার সুর শুনতে পায় রিচি। কিন্তু বেহালাওয়ালাকে দেখতে পান না। সমস্যা সমাধানের জন্য ডাক্তারের কাছে যান তারা। ডাক্তার ঘুরে আসার কথা বলেন। ঘুরতে যাওয়ার সময় হঠাৎ রাস্তায় বেহালার সুর ভেসে আসে। গাড়ি থামিয়ে ছুটে গিয়ে দেখেন একটি ঘর। ডাকে রিচি। বেহালা হাতে বেরিয়ে আসেন বয়স্ক আনিসুর রহমান মিলন। রিচিকে দেখে তিনি অবাক হন। কিন্তু কেন? জানতে হলে অপেক্ষা করতে হবে নাটকটি প্রচার পর্যন্ত।