আজ উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর জন্মদিন। সাধারণত জন্মদিনে তিনি বিশেষ কোনো অনুষ্ঠানের আয়োজন না করলেও তার অসংখ্য ভক্ত, শ্রোতা, গ্রণগ্রাহী কিংবা তার শিক্ষার্থীরা দিনটিকে বিশেষভাবে উদ্যাপন করার চেষ্টা করেন। এবারও যে এমন কিছু ঘটবে না তা আগ থেকেই কিছু বলা যাচ্ছে না। নিয়াজ মোহাম্মদ চৌধুরী বলেন, 'একজন সাধারণ মানুষের নিজের জন্মদিনটিকে ঘিরে যে আবেগ আর অনুভুতি কাজ করে, আমার ক্ষেত্রেই ঠিক তাই। শুধু সবার কাছে দোয়া চাই যেন আমি সুস্থ থাকতে পারি, আমার সাধনার জায়গায় যেন ঠিকমতো সাধনা করে যেতে পারি। সেইসঙ্গে পরিবারের সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি।'