দীর্ঘদিন ধরে ঠাণ্ডা যুদ্ধ চললেও হৃতি্বক রোশনের দুঃসময়ে তার পাশে এসে দাঁড়িয়েছেন সালমান খান। বাড়িয়ে দিয়েছেন বন্ধুত্বের হাত। বছর চারেক আগে হৃতি্বক রোশন ও ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত 'গুজারেশ' ছবি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন সালমান। এতে ক্ষিপ্ত হয়ে সালমানকে শিশুদের সঙ্গে তুলনা করেছিলেন হৃতি্বক। সেই থেকে হৃতি্বক-সালমানের মধ্যে ঠাণ্ডা যুদ্ধ চলছিল। হৃতি্বক-সুজান বিচ্ছেদের পর দৃশ্যপট পুরোপুরি পাল্টে গেছে। বিচ্ছেদের যন্ত্রণা ভোলার মন্ত্র শিখতে সম্প্রতি সালমানের কাছে ছুটে গিয়েছিলেন হৃতি্বক। দীর্ঘ ১০ ঘণ্টা ধরে দু'জন একসঙ্গে ছিলেন। হৃতি্বককে নানা পরামর্শও দিয়েছেন সালমান খান।