লিন্ডসে লোহানের আরেকটি অঘটন! আর এ অঘটনটি ঘটিয়েছে এক চোর। চীনের একটি বিমানবন্দর থেকে চুরি হয়ে গেছে লিন্ডসের ব্যক্তিগত ল্যাপটপটি। লিন্ডসে তার ল্যাপটপটি অক্ষত ফেরত পেতে এরই মধ্যে পুরস্কারও ঘোষণা করেছেন।
লিন্ডসে লোহান দাবি করেছেন, ৭ জানুয়ারি চীনের সাংহাই বিমানবন্দর থেকে তার ল্যাপটপটি খোয়া যায়। এই ল্যাপটপের বিনিময়ে যা চাওয়া হবে, তাই দিতে রাজি 'মিন গার্লস'খ্যাত ২৭ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। লোহান বলেন, আমি শুধু ল্যাপটপটি অক্ষত ফেরত চাই। ল্যাপটপটি ফেরত দিলে যথোপযুক্ত পুরস্কার দেওয়া হবে। কী আছে লিন্ডসের ওই ল্যাপটপে! তা শুধু ধাঁধা।