উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লা। তার কণ্ঠে বিভিন্ন সময়ে উঠে এসেছে নানা দেশের নানা ভাষার গান। স্টেজ থেকে শুরু করে অ্যালবামগুলোতেও ছড়িয়েছে তার গানের জাদু। এ পর্যন্ত প্রায় ২০ হাজার গানে কণ্ঠ দিয়েছেন এ গুণীশিল্পী। বাংলা ছাড়াও ইংরেজি, হিন্দি, উর্দু ও গুজরাটি ভাষাতেও তার অসংখ্য গান রয়েছে। বিভিন্ন সময়ে গাওয়া এই জনপ্রিয় গানগুলো সঠিক সংরক্ষণের অভাবে আজ হারিয়ে যেতে বসেছে। তাই নিজ উদ্যোগেই তিনি গানগুলো সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছেন। পাঁচ বছর বয়সেই রুনা লায়লার গানে হাতেখড়ি। ১৯৬৪ সালে পাকিস্তানের 'জুগনু' ছবির মাধ্যমে প্লেব্যাকে আত্দপ্রকাশ করেন তিনি। ১৯৭৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত রুনা লায়লা ঢাকাই ছবির প্লেব্যাকে একক রাজত্ব কায়েম করেন। তবে বর্তমানে তিনি গান থেকে কিছুটা দূরে রয়েছেন। গান সংগ্রহের অংশ হিসেবে রুনা লায়লার গাওয়া বিভিন্ন ভাষার গানগুলোর স্বরলিপি খুঁজে বের করা হচ্ছে। সেগুলো নতুন করে অ্যালবাম আকারে প্রকাশ করবেন কি-না তা এখনো চূড়ান্ত নয়। আপাতত গানগুলো সংরক্ষণ করার উদ্দেশেই খুঁজে বের করছেন রুনা লায়লা। তবে পরে নবীন প্রজন্মের জন্য হয়তো জনপ্রিয় কিছু গান নতুনভাবে প্রকাশ করতে পারেন কিংবদন্তি এই শিল্পী। গত বছর থেকেই তার গানগুলোর সংরক্ষণের কাজ এগিয়ে নিচ্ছেন। চলতি বছরের মধ্যেই তার এ কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ প্রসঙ্গে রুনা লায়লা জানান, 'চলতি বছরের শেষ নাগাদ আমার একটি নতুন অ্যালবাম প্রকাশ করার চিন্তা আছে। আর আমি গানগুলো সংরক্ষণ করছি আমার নিজের জন্য। তবে এ গানগুলো দিয়ে অ্যালবাম করব কি-না তা এখনো সিদ্ধান্ত নেইনি। তবে গানগুলো নতুন করে করার ইচ্ছে আছে আমার। সময় হলে কাজ শুরু করব।