বসুন্ধরা শপিংমলের স্টার সিনেপ্লেঙ্ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হলিউড ব্লকবাস্টার ছবি 'থর : দ্য ডার্ক ওয়ার্ল্ড'। ইতোমধ্যে দর্শক হৃদয়ে ঝড় তুলেছে ছবিটি। শুক্রবার এটি মুক্তি পায়। ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া দুনিয়া কাঁপানো এ ছবি বর্তমানে হলিউড টপচার্টের সেরা পাঁচ-এ অবস্থান করছে। ১৭০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ছবিটি এরই মধ্যে আয় করেছে প্রায় ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার। মার্ভেল কমিকসের চরিত্র 'থর' নামক সুপারহিরো নিয়ে ছবি 'থর : দ্য ডার্ক ওয়ার্ল্ড', যা ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত 'থর'-এর সিক্যুয়েল। নর্স মিথোলজির বজ্রপাত আর ঝড়ের দেবতা থরকে আগের ছবির মতো এবারও পৃৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে দেখা যাবে। থর ছবির কাহিনী একটি মহাবিশ্বকে ঘিরে।