নবম আন্তর্জাতিক নাট্যোৎসবে দলের জনপ্রিয় দুই নাটক 'তন্ত্রমন্ত্র' ও 'ওপেন ইউর আইস' নিয়ে ভারত সফরে যাচ্ছে প্রতিশ্রুতিশীল নাট্যদল চন্দ্রকলা থিয়েটার।
সঞ্জয় ও গান্ধিজী মঞ্চে ২৬ ও ২৭ জানুয়ারি নাটক দুটি মঞ্চায়ন করবে চন্দ্রকলা। নাটক দুটির রচনা ও নির্দেশনা দিয়েছেন তরুণ এবং সম্ভাবনাময় নাট্যপ্রতিভা এইচ আর অনিক।
অল-ইন্ডিয়া কালচারাল অ্যাসোসিয়েশন আয়োজিত নবম আন্তর্জাতিক নাট্যোৎসবে ৬টি দেশের মধ্যে বাংলাদেশ থেকে একমাত্র দল হিসেবে অংশ নিচ্ছে চন্দ্রকলা থিয়েটার।