এসিড সন্ত্রাসের শিকার এক কিশোরীর গল্প নিয়ে প্রচারিত হবে আজকের 'অ'-এর গল্প। অপরাধ, অলৌকিক, অন্ধকারবিষয়ক এ ধারাবাহিক নাটকটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ৫ মিনিটে। আজকের পর্বের বিষয় 'অঙ্গার'।
আমাদের চারপাশের অপরাধের বাস্তব ঘটনা নিয়ে এ ধারাবাহিকটি নির্মিত হচ্ছে। শামীম শাহেদের উপস্থাপনায় 'অ-এর গল্প' ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছেন তানভীর হোসেন প্রবাল। আজকের পর্বে অভিনয় করেছেন এস রানা, মৌরি সেলিম, আমিনুল হক, রুনা প্রমুখ।