আধুনিক প্রযুক্তিতে বিশ্ব মানের চলচ্চিত্র নির্মাণ করে ঢালিউডে রীতিমতো বিপ্লব ঘটিয়েছেন এম এ জলিল অনন্ত। তিনি শুধু একাই এ যুদ্ধে জয়ী হননি, সঙ্গে রয়েছেন তার প্রিয়তমা স্ত্রী অভিনেত্রী বর্ষা। ২০১০ সালে 'খোঁজ দ্য সার্চ' চলচ্চিত্র দিয়ে তাদের যাত্রা শুরু। এরপর হৃদয় ভাঙা ঢেউ, দ্য স্পিড, মোস্ট ওয়েলকাম এবং নিঃস্বার্থ ভালোবাসা। এ চলচ্চিত্রগুলোর দেশে বিদেশে আকাশছোঁয়া সাফল্যের পর এবার সিক্যুয়েল হিসেবে নির্মাণ করছেন 'মোস্ট ওয়েলকাম টু'। চলচ্চিত্রে বিপ্লবের পাশাপাশি দুস্থ মানুষের কল্যাণেও ত্রাণকর্তা হিসেবে ঢালিউডে ইতিহাস সৃষ্টি করেছেন অনন্ত-বর্ষা জুটি।