সুচিত্রা সেনকে নিয়ে চিন্তিত চিকিৎসকরা। কারণ মহানায়িকার রক্তে অঙ্েিজনের মাত্রার ঘন ঘন ওঠানামা তো আছেই, সেই সঙ্গে ফুসফুসে জমা ফ্লুইডও তাদের উদ্বেগ বাড়াচ্ছে। প্রথম দিকে ফ্লুইড বের করা গেলেও পরে তা বের করতে সমস্যা দেখা দেয়। ওষুধের মাধ্যমে হৃদস্পন্দন ও রক্তচাপ স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।
রবিবার সন্ধ্যার পর থেকে তার অবস্থার অবনতি হয়। রক্তে অঙ্েিজনের মাত্রা কমে যায়। হৃদস্পন্দন বেড়ে যায়। সে সময় চিকিৎসকরা 'মেডিকেল সাপোর্ট' দিয়ে অবস্থা আয়ত্তে আনতে সচেষ্ট হন। চিকিৎসক জানান, ওই টিউব খুলে নেওয়ার পর সুচিত্রা সেনের ফুসফুসে অঙ্েিজনের মাত্রা সন্তোষজনক। তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে।'