সাত বছর আগে যখন ডিভোর্স হয়েছিল সেদিন হলিউড অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন মিডিয়ার সামনে বলেছিলেন, তার স্বামী রিক সালমোন আসলে একজন চরিত্রহীন মানুষ। খোলামেলা বিতর্কিত অভিনেত্রী-মডেল পামেলা অ্যান্ডারসনের সঙ্গে ২০০৭ সালে বিয়ে হয় মার্কিন প্রযোজক রিকের। কিন্তু বিয়ের মাত্র দুই মাস পরই দুজনের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তখন বিগ বসে সেলিব্রেটি হিসেবে আসা পামেলা বলেছিলেন, ও আসলে চরিত্রহীন ছাড়া কিছুই নয়। মেয়েদের শরীর ছাড়া ও কিচ্ছু বোঝে না। সেই রিককেই ফের বিয়ে করলেন ৪৬ বছরের পামেলা অ্যান্ডারসন। ২০০৩ সালে প্যারিস হিলটনের সঙ্গে সেক্স টেপের পর খবরে আসেন এই রিক।