গোল্ডেন গ্লোবে তৃতীয় বার অভিনয় দক্ষতার স্বীকৃতি পেলেন কেট ব্ল্যানচেট৷ উডি অ্যালেন পরিচালিত ‘ব্লু জেসমিন’ ছবিতে অভিনয়ের জন্য আবার সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি৷ রোববার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে৷ এ অনুষ্ঠানের প্রথম পুরস্কারটি ওঠে জেনিফার লরেন্সের হাতে৷ ‘আমেরিকা হ্যাসল্' ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি৷
এবার গোল্ডেন গ্লোবের সবচেয়ে সফল ছবিও ‘আমেরিকান হ্যাসল্'৷ কমেডি বা মিউজিক্যাল ক্যাটাগরির সেরা ছবি, সেরা অভিনেত্রী এবং সেরা পার্শ্ব অভিনেত্রী – সব মিলিয়ে তিনটি পুরস্কার পেয়েছে ডেভিড ও'রাসেল পরিচালিত এ ছবি৷ ‘টুয়েলভ ইয়ার্স এ স্লেভ' জিতেছে ড্রামা ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্রের পুরস্কার৷ চলচ্চিত্র সমালোচকদের অবশ্য স্টিভ ম্যাককুইন পরিচালিত ছবিটির কাছে আরো বেশি প্রত্যাশা ছিল৷
এ আসরে এবার সবচেয়ে বেশি নজর কেড়েছেন কেট ব্ল্যানচেট৷ উডি অ্যালেন পরিচালিত ‘ব্লু জেসমিন' ছবিতে অভিনয়ের জন্য ড্রামা ক্যাটাগরিতে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি৷ এর আগে ১৯৯৮ (সেরা অভিনেত্রী, ছবি: এলিজাবেথ) এবং ২০০৭ (সেরা পার্শ্ব অভিনেত্রী, ছবি: আই অ্যাম নট দেয়ার) সালে গোল্ডেন গ্লোব-এর আয়োজন আলোকিত হয়েছিল অস্ট্রেলিয়ার অভিনেত্রী ব্ল্যানচেটের খুশির হাসিতে৷
চলচ্চিত্র পুরস্কারে গুরুত্বের দিক থেকে অস্কারের পরই গোল্ডেন গ্লোব-এর স্থান৷ অনেক সময় গোল্ডেন গ্লোব জয়ীদের হাতেই ওঠে অস্কার অ্যাওয়ার্ড৷ তাই প্রতি বছর সম্ভাব্য অস্কার জয়ী চলচ্চিত্র, অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলীদের ব্যাপারে ধারণা পেতেও গোল্ডেন গ্লোবের দিকে চোখ রাখেন সবাই৷