নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ বলিউড তারকা সালমান খান। মঙ্গলবার আমদাবাদে গিয়ে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন এই বলিউড তারকা৷বৈঠকের পর ঘুড়ি উৎসবে সামিল হন তিনি৷
এদিন সালমানের গলায় শোনা যায় মোদী বন্দনা৷মোদীর হয়ে ভোটও চান তিনি৷ঘুড়ির সুতোয় টান দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন সলমান খান৷এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘মোদী একজন সৎ ব্যাক্তি৷ আমি কোনও রাজ্যে এই ধরণের উন্নয়ন দেখিনি৷ আশা করি মোদীজী তাঁর লক্ষ্যে পৌঁছবেন৷’
এদিকে বৈঠকের পরই তাঁদের দু’জনের ছবি টুইটারে পোস্ট করেন বিজেপি’র প্রধানমন্ত্রী পদপ্রার্থী৷যদিও সকালেই সালমানের আসার খবর টুইটারে প্রকাশ করেছিলেন মোদী৷
তাঁর টুইট, ‘আমদাবাদের উত্তরণকে উপভোগ করুণ৷ আজ আমাদের সঙ্গে মধ্যাহ্ন ভোজনে থাকবেন সালমান খান৷’ এদিকে, ঘুড়ি উৎসবে যোগ দেওয়ার পাশাপাশি তাঁর আসন্ন ছবি ‘জয় হো’-র প্রমোশন করেন ৪৭ বছরের এই তারকা৷