স্থিতিশীল তবে সংকট মুক্ত নন সুচিত্রা সেন। মঙ্গলবার দুপুরে মেডিক্যাল বুলেটিনে চিকিৎসক সুব্রত মৈত্র জানিয়েছেন, এখনও সংকট কাটেনি তার। তবে অবস্থা স্থিতিশীল।
সোমবারের ব্লাড রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি লিভার এবং কিডনিও ভালো ভাবে কাজ করছে বলে জানান সুব্রত মৈত্র। অন্যান্য প্যারামিটারও ভালো ভাবেই কাজ করছে। মহানায়িকার বাইপ্যাপ থেরাপিও চলছে।