ক্রমশ সঙ্কট কাটিয়ে উঠছেন মহানায়িকা। গতকাল মঙ্গলবার থেকে আর নতুন কোনও শারীরিক সমস্যা তৈরি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা জানান, চিকিৎসায় সাড়া দিচ্ছেন সুচিত্রা সেন। ফুসফুসে সংক্রমণও কমেছে অনেকটাই। মহানায়িকার রক্তে অক্সিজেনের মাত্রা বাড়ছে যা আশাব্যঞ্জক।
রাইলস টিউবের মাধ্যমের খাওয়া দাওয়া চলছে সুচিত্রা সেনের। আজ বুধবার সকালে চা খেয়েছেন তিনি।