কি করছেন?
আমরা ষবাবষুবৎড়ফন নিয়ে প্রতিনিয়ত নতুন নতুন চিন্তা করছি। ভালোবাসা দিবসে কয়েকটি অ্যালবাম প্রবাশ করার চিন্তা আছে। এবার নতুনদের পাশাপাশি পুরোনদের অ্যালবামও থাকছে এ লেভেলে।
আনলাইনে অ্যালবাম প্রকাশের বিষয়টি কেমন?
আধুনিকতার সঙ্গে পা মিলিয়ে চলতে হবে আমাদের। দেশ এখন অনেক এগিয়ে গেছে। আমাদের হাতে হাতে উঠে এসেছে স্মার্ট ফোন, বাড়িতে বাড়িতে যুক্ত হয়েছে ইন্টারনেট। ঘরে বসেই মানুষ কেনাকাটা করছে। আমাদের ইচ্ছে বৈধ উপায়ে ঘরে ঘরে পৌছে দেব গানের অ্যালবাম।
টিভি চ্যানেলগুলো কিভাবে আমাদের সংগীতকে আরও জনপ্রিয় করতে পারে?
খুব অল্প সময়ে আমাদের দেশে বেশ কিছু টিভি চ্যানেল হয়েছে। এটি আমাদের জন্য একটি ভালো দিক। কিন্তু কিছু টিভি চ্যানেলের অনুষ্ঠানের মানের দিকে লক্ষ করতে হবে। নতুনদের পাশাপাশি পুরনো শিল্পীদের সমান ভাবে উপস্থাপনা করতে হবে। টিভি চ্যানেলের ব্যাপারে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার আবেদন, ভারতের চ্যানেল আমাদের দেশে দেখানো হচ্ছে এতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা চাইব আমাদের দেশের চ্যানেলও যাতে তাদের দেশে প্রচার করা হয়। আমার মাঝে মাঝে কষ্ট হয় যখন দেখি আমাদের দেশীয় চ্যানেল ভারতের গানের কিংবা চলচ্চিত্রের ওপর ভিত্তি করে পুরো একটি অনুষ্ঠান সাজায়। একটি চ্যানেল একটি দেশেকে উপস্থাপন করে, তার শিল্প সংস্কৃতিকে উপস্থাপন করে। আমাদের অনেক দায়িত্ব এই দেশকে সাবা বিশ্বের কাছে উপস্থান করা।
আমাদের বিভিন্ন টিভি চ্যানেলে গানের প্রতিযোগিতাগুলো নিয়ে কিছু বলুন?
এটি একটি ভালো উদ্যোগ। আমি মনে করি প্রতিটি শিল্পীর কিছু মৌলিকত্ব থাকা প্রয়োজন। যাদের মৌলিকতৃ থাকবে তারা টিকে থাকতে পারবে আর যারা মনে করবে ধার করা গান নিয়ে চলতে যাবে তারা পথ হারাবে।
এবার অভিনয় নিয়ে কিছু বলুন?
গেইম নামের একটি চলচ্চিত্রে এই প্রথমবার অভিনয় করি। এখানে আমি খলনায়কের চরিত্রে অভিনয় করেছি। ছবিতে অভিনয়ের পাশাপাশি এর টাইটেল গানের কাজটিও আমি করেছি।
প্রমিথিউসের বর্তমান ব্যস্ততা নিয়ে কিছু বলুন?
রাজনৈতিক অস্থিরতার কারণে অনেকটা সময় কোনো কাজ করতে পারিনি। সামনে আমাদের দুটি স্টেজশো আছে। এছাড়া 'এভাবে দিন অন্ধের মতো যেতে পারে না' শিরোনামের অ্যালবামটি প্রকাশ করার ইচ্ছে আছে।
* আলী আফতাব