আবারও আরফিন রুমির সংগীতায়োজনে একটি গানে কণ্ঠ দিলেন কণ্ঠশিল্পী ইলিয়াস। মিঙ্ এই অ্যালবামের টাইটেল গানে ইলিয়াসের সঙ্গে কণ্ঠ দিয়েছেন লিজা। অ্যালবামটির নাম 'ভালোবাসার অথৈ জল'। ভালোবাসা দিবসে অ্যালবামটি বাজারে আসবে বলে জানা যায়। এ প্রসঙ্গে ইলিয়াস বলেন, রুমি ভাইয়ের সংগীতায়োজনে এর আগেও আমি একটি গানে কণ্ঠ দিয়েছিলাম। মিজানের কথায় এই গানটি রুমি ভাই অনেক সুন্দর সংগীতায়োজন করেছেন। আশা করছি শ্রোতাদের গানটি ভালো লাগবে। এছাড়া 'না বলা কথা টু' অ্যালবামের একটি গানের মিউজিক ভিডিওর কাজ শুরু করেছেন এই শিল্পী। গাজীপুরের বিভিন্ন লোকেশনে গানটির একদিনের কাজ শেষ করেছেন বলে জানান ইলিয়ান। এতে মডেল হয়েছেন এমেলি ও শুভ। এ প্রসঙ্গে তিনি বলেন 'গত বছর শেষের দিকে আমার আরও দুটি মিউজিক ভিডিও প্রকাশ হয়ে ছিল। আশা করছি আগের কাজগুলোর মতো এ কাজটিও দর্শকদের ভালো লাগবে।