আবারও চলচ্চিত্রের গানে কণ্ঠ দিচ্ছে ব্যান্ড চিরকুট। 'কানামাছি' গানটি দারুণ জনপ্রিয়তার পর আবারও তারা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন চলচ্চিত্র পিঁপড়াবিদ্যার জন্য গান গাইবেন। এ প্রসঙ্গে ব্যান্ড সদস্য পিন্টু বলেন, 'এরই মধ্যে ছবির জন্য গাওয়া গানটির কথা ও সুর চূড়ান্ত হয়ে গেছে। এখন চলছে সংগীতায়োজনের কাজ। খুব শীঘ্রই গানটিতে কণ্ঠ দেওয়ার কাজটিও শেষ হয়ে যাবে। নতুন চলচ্চিত্র পিঁপড়াবিদ্যার জন্য তৈরি হতে যাওয়া আমাদের নতুন গানটির কথা ও সুর যারাই শুনেছেন, সবাই খুব পছন্দ করেছেন। শ্রোতাদের পছন্দমতো গানটি তৈরির চেষ্টা করেছে চিরকুট। কথা ও সুর এখন পর্যন্ত যা দাঁড়িয়েছে আশা রাখছি, চিরকুট শ্রোতারা নিরাশ হবেন না।' উল্লেখ্য, ২০০৮ সালে প্রকাশিত হয় বর্তমান সময়ের জনপ্রিয় ব্যান্ড চিরকুটের প্রথম অ্যালবাম 'চিরকুটনামা'। প্রথম অ্যালবাম প্রকাশের পাঁচ বছরের মাথায় ২০১৩ সালে প্রকাশিত হয় দ্বিতীয় অ্যালবাম 'জাদুর শহর'। গায়কি ও চমৎকার কথার জন্য অ্যালবামের গানগুলো শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়।