সম্প্রতি একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে ১ লাখ ৮৫ হাজার রুপি মূল্যের পোশাক পরে হাজির হয়েছিলেন বলিউডের অভিনেত্রী বিপাশা বসু। কিন্তু পোশাকটির গায়ে কাগজে সাঁটা একটি কোড নম্বর অনবধানে রয়েই গিয়েছিল। বিষয়টা নজরে পড়ায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, মূল্যবান পোশাকটির প্রাইস ট্যাগ ছিল সেটা। এ ধরনের খবরে খুবই বিব্রত হন বিপাশা। পরে তিনি জানান, সেটা প্রাইস ট্যাগ নয়, পোশাকের কোড নম্বর ছিল। পুরস্কার প্রদান অনুষ্ঠানে মনীষ মালহোত্রার ডিজাইন করা নীল রঙের একটি চমৎকার পোশাক পরেছিলেন বিপাশা। সেখানে বিপাশা তার অভিনীত পরবর্তী ছবি 'ক্রিয়েচার' ও সমসাময়িক নানা বিয়ষ নিয়েও কথা বলেন।