মদ খেয়ে মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকালে 'টিন সেনসেশন' জাস্টিন বিবারকে গ্রেফতার করেছিল মায়ামি বিচ পুলিশ। কিন্তু তারকা-প্রভাব কাজে লাগিয়ে একই দিনে জামিনে মুক্তি পেয়েছেন তুমুল জনপ্রিয় কানাডীয় এই পপগায়ক। মাতাল অবস্থায় গাড়ি চালানোর অপরাধে সর্বোচ্চ শাস্তি ছয় মাসের জেল, ২৫০ থেকে ৫০০ ডলার পর্যন্ত জরিমানা এবং ৫০ ঘণ্টার কমিউনিটি সার্ভিস। আর অপরাধীর বয়স ২১ বছরের কম হলে ছয় মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যায়। তবে এসব ঝামেলার কোনোটাই পোহাতে হয়নি বিবারকে। আড়াই হাজার ডলার মুচলেকার বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছে এই তারকাকে।