বলিউডের সর্বত্র ঘুরে-ফিরে একটি খবরই বেশি শোনা যাচ্ছে। আর তা হলো সুশান্ত সিং রাজপুত এবং আদিত্য রায় কাপুরের মধ্যে নাকি মুখ দেখাদেখি একেবারেই বন্ধ। এমনকি একই স্টুডিওতে শ্যুটিং করাকালীন সময়ে তারা একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময়ের ভদ্রতাটুকুও করছেন না।
জানা যায়, আদিত্যের ভাই সিদ্ধার্থ রায় কাপুরের প্রযোজনা সংস্থার অফার নাকচ করে দিয়ে সুশান্ত ব্যস্ত হয়ে পড়েন শেখর কাপুরের 'পানি' ছবির শ্যুটিংয়ে।