টেলিভিশন অনুষ্ঠানকে স্টুডিও'র চার দেয়ালের বাইরে নিয়ে এসে গত কয়েক বছর ধরে দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত আমাদের সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্তি্বক নিদর্শন সমৃদ্ধ এবং পর্যটকদের জন্য আকর্ষণীয় নান্দনিক সৌন্দর্যমণ্ডিত স্থানগুলোতে গিয়ে ইত্যাদির মূল অনুষ্ঠান ধারণ করা হচ্ছে এবং সেই সঙ্গে তুলে ধরা হচ্ছে সেসব স্থানের কৃষ্টি, সংস্কৃতিসহ গুরুত্বপূর্ণ সব তথ্য। আর এরই ধারাবাহিকতায় ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া জমিদার বাড়িতে। মুর্শিদাবাদের হাজার দুয়ারী প্রাসাদের অনুকরণে নির্মিত মুড়াপাড়া জমিদার বাড়িটি বর্তমানে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ হিসেবে পরিচিত। বর্ণিল আলোয় সাজানো এই জমিদার বাড়িতে ইত্যাদির ধারণ অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত। এই দীর্ঘ সময়ে জমিদার বাড়ির সামনের মাঠে, আশপাশের গাছ, বাড়ির ছাদসহ বিভিন্ন স্থানে দাঁড়িয়ে দর্শকরা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছে ইত্যাদির নান্দনিক সব পর্ব। এবারের পর্বে রয়েছে বাগেরহাট জেলার মোরলগঞ্জ থানার বীরেন্দ্র নাথের মাতৃভক্তির ওপর একটি মানবিক প্রতিবেদন। দৃষ্টি প্রতিবন্ধীরা একা একা কোথাও যেতে পারে না বলে তাদের বিনোদনের পথও সীমাবদ্ধ। ব্রেইল পদ্ধতিতে বিনোদনমূলক বই তাদের সেই অভাব অনেকাংশে পূরণ করতে পারে। আর এর উপরই এবারের ইত্যাদিতে রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। এছাড়াও মোফাজ্জেল হোসেন পলাশের এক অপ্রচলিত শখের দুর্লভ সংগ্রহের উপর রয়েছে আর একটি অনুসন্ধানী প্রতিবেদন। এছাড়াও গত ২৯ নভেম্বর প্রচারিত ইত্যাদিতে দেখানো প্রতিবন্ধী মোহাম্মদ মহিউদ্দিনের উপর রয়েছে একটি ফলোআপ প্রতিবেদন।
এবারের ইত্যাদিতে মূল গান রয়েছে একটি। সেই ধারাবাহিকতায় এবারের ইত্যাদিতে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর। নিয়মিত পর্ব হিসেবে এবারও রয়েছে যথারীতি মামা-ভাগ্নে, নানী-নাতি ও চিঠিপত্র বিভাগ। রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস অথচ তীক্ষ্ন নাট্যাংশ। বরাবরের মতো এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। এবারের ইত্যাদিতে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন-নাজমূল হুদা বাচ্চু, আতাউর রহমান, আবদুল আজিজ, মহিউদ্দিন বাহার, মাসুম আজিজ, কিসলু, সুভাশিষ ভৌমিক, আবদুল কাদের, অশোক বড়ুয়াসহ আরও অনেকে। ইত্যাদির আগামী পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে-এ প্রচার হবে শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর এবং পুনঃপ্রচার করা হবে রবিবার রাত ১০টার ইংরেজি সংবাদের পর। ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি স্পন্সর করেছে যথারীতি কেয়া কস্মেটিকস্ লিমিটেড।
শিরোনাম
- ফিলিস্তিনি বন্দিদের পর্যাপ্ত খাবারও দিচ্ছে না ইসরায়েল: সুপ্রিম কোর্ট
- নেত্রকোনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা
- নেপালে ‘জেন-জি’ বিক্ষোভে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৪
- ‘দীপ্যমান নক্ষত্র সম্মাননা ২০২৫’ পেলেন যারা
- প্রথমবারের মতো বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস উদযাপন
- ডাকসু নির্বাচনে বন্ধ থাকছে ঢাবি মেট্রোরেল স্টেশন
- স্পেনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ‘বিএনপি ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না’
- সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে নারী-পুরুষ গ্রেফতার
- সিলেট উইমেন চেম্বারের সভাপতি শম্পা, পরিচালক সামা
- মিয়ানমারে সিলিকন ভ্যালির আদলে কুখ্যাত ক্রাইম সিটি!
- সিলেটে সীমান্তে সোয়া কোটি টাকার চোরাচালান জব্দ
- ডাকসু নির্বাচনে নিরাপত্তার স্বার্থে শেখ মুজিবুর হলের পকেট গেইট বন্ধ
- সুনামগঞ্জে জমিয়ত নেতা খুনের আসামি সিলেট থেকে গ্রেফতার
- বুড়িচংয়ে গ্রামভিত্তিক মৌলিক প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন
- সুবর্ণচরে মেঘনার ভাঙন আতঙ্কে লক্ষাধিক পরিবার, মানববন্ধন
- র্যাব দেখে নদীতে ঝাঁপ, মাদক ব্যবসায়ীর মৃত্যু
- নবীনগরে জমজমাট ধানের চারার হাট
- ফটিকছড়িতে পল্লী বিদ্যুৎ কর্মীদের কর্মবিরতি, দুর্ভোগ চরমে
- বিক্ষোভকারীদের দখলে নেপালের পার্লামেন্ট, কারফিউ জারি
এবার মুড়াপাড়ায় \\\'ইত্যাদি\\\'
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর