যে সিগারেট তাকে খ্যাতির চূড়ায় বসিয়েছিল, সেই সিগারেটই কেড়ে নিল তার প্রাণ। গত শতকের সত্তর দশকের শেষ দিকে আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে মার্লবোরো সিগারেটের বিজ্ঞাপনে দেখা গিয়েছিল এরিক লসন নামে এক অভিনেতাকে।
আগে অভিনয় করলেও ওই বিজ্ঞাপনই তাকে পরিচিতি দেয়। লোকমুখে এরিক লসন হয়ে যান ‘মার্লবোরো ম্যান’।
ক্যালিফোর্নিয়ার স্যান লুইস ওবিস্পোতে গত ১০ জানুয়ারি ফুসফুসে সংক্রমণের ফলে মৃত্যু হয় তার। মৃত্যুর সময় এরিক লসনের বয়স হয়েছিল ৭২ বছর।
চিকিৎসকরা বলছেন, অত্যাধিক সিগারেট পান করার ফলেই ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বাসা বেঁধেছিল মার্লবোরো ম্যানের শরীরে। সেই রোগই কেড়ে নিয়েছে তার প্রাণ।
লসনের স্ত্রী সুজান লসন জানিয়েছেন, মাত্র ১৪ বছরে ধূমপানে আসক্ত হয়ে পড়েছিলেন এরিক। সুখটানের মৌতাত ছেড়ে থাকতে পারেননি মারণ রোগ ধরা পড়ার আগে পর্যন্ত।