ভালবাসা দিবসকে সামনে রেখে প্রতীক হাসানের একক 'দূরে না কাছে' এ্যালবামে 'উড়ু মন' শিরোনামে একটি ডুয়েট গানে প্রতীক হাসানের সঙ্গে প্রথম কণ্ঠ দিলেন মডেল, অভিনেত্রি ও কোরিওগ্রাফার আর্শিনা প্রিয়া।
নাট্য নির্মাতা জিয়াউদ্দিন আলমের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রতীক নিজে। আসছে ১৪ ফেব্রুয়ারী ভালবাসা দিবস উপলক্ষে 'কাছে না দূরে?' এ্যালবামটি ঈগল মিউজিকের ব্যানারে বাজারে আসবে জানায় প্রতীক হাসান।