সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দিনের পর দিন নিজের অর্ধনগ্ন ছবি আপলোড করে সবাইকে তাক লাগিয়ে আসছেন পুনম পাণ্ডে। এবার পুনম নিজেই হতবাক!
গতকাল সকালে ঘুম থেকে উঠে কম্পিউটার অন করতেই পুনমের চক্ষু চড়ক গাছ। তাঁর ওয়েবাসইটে কারা যেন লিখে গেছেন ‘পাকিস্তান জিন্দাবাদ, কাশ্মির আমাদের’। ঘটনায় একেবারে ভীত হয়ে পড়েছেন পুমন।
তিনি জানিয়েছেন, ‘আমি কখনও আক্রমণকে ভয় করিনা। তবে এই আক্রমণ সাধারণ নয়, কোনও উগ্রপন্থী সম্প্রদ্বায়ের কাছ থেকেই এরকম বার্তা এসেছে। আমিই সত্যিই খুব ভীত । জানিনা এর থেকে কীভাবে নিস্তার পাব। ’