টিভি নাটকে অভিনয়ের কি অবস্থা?
সম্প্রতি নতুন দুটি ধারাবাহিক নাটকে কাজ শুরু করেছি। একটি এম আর মিজান পরিচালিত 'নগর আলো' ও অন্যটি মাসুদ সেজান পরিচালিত 'চলিতেছে সার্কাস'। দুটি নাটকেই আমি দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছি। নাটক দুটির গল্প আমার ভালো লেগেছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।
টিভি নাটকে আপনার শুরুটা কিভাবে?
লেখাপড়া শেষ করে চাকরি করার কোনো ইচ্ছে আমার ছিলনা। আজকের শামীমা নাজনীন হয়ে উঠার পেছনে নাগরিক নাট্যসম্প্রদায়ের যেমন অবদান আছে ঠিক তেমনি অবদান আছে হুমায়ূন স্যারের। আজ অভিনয় আমার পেশা। প্রতিনিয়তই দর্শকের ভালোবাসা আর অভিনয় আমি উপভোগ করছি। এভাবেই আজীবন অভিনয় করে যেতে চাই।
হুমায়ূন আহমেদের অনেক নাটকে আপনি কাজ করেছেন তাই না?
টিভি নাটকে আমাকে প্রথম অভিনয়ের সুযোগ করে দেন হুমায়ূন স্যার তার ধারাবাহিক নাটক 'সবুজ ছায়া'তে ১৯৯৮ সালে। এরপর তার পরিচালনায় অনেক নাটকে অভিনয় করেছি। শুধু তাই নয় হুমায়ূন আহমেদেরই পরিচালনায় 'ড্যানিশ'র একটি বিজ্ঞাপনে মডেল হওয়ার সুযোগও পেয়েছি আমি। স্যারের পরিচালিত 'শ্রাবণ মেঘের দিন', 'দুই দুয়ারী', 'শ্যামল ছায়া', 'ঘেটুপুত্র কমলা' নামের চলচ্চিত্রে অভিনয় করেছি। বলতে পারেন হুমায়ূন স্যারের হাত ধরে আমি অভিনয়ে এসেছি, এখনো অভিনয় করে যাচ্ছি।
চলচ্চিত্রে অভিনয়ের কি অবস্থা?
হুমায়ূন স্যারের চলচ্চিত্র ছাড়াও আমি চাষী নজরুল ইসলামের 'ধ্রুবতারা' ও নারগিস আক্তারের 'মেঘলা আকাশ' ছবিতে অভিনয় করেছি। আর ভালো গল্প পেলে কে না বড় পর্দায় অভিনয় করতে চায়। বর্তমানে আমাদের দেশে আবারও ভালো চলচ্চিত্র নির্মাণের জোয়ার উঠেছে। অনেক নতুন নতুন পরিচালক এসেছেন। তাদের মধ্যে নতুন কিছু করার প্রবণতা আছে। আশা করছি আমরা আবারও চলচ্চিত্রের সোনালি অধ্যায়ে ফিরে যেতে পারব। আর আমি চাই ভালো কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে।
বর্তমানে টিভিতে আপনার কি কি নাটক প্রচার হচ্ছে?
বেশ কয়েকটা নাটক বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হচ্ছে। তার মধ্যে বদরুল আনাম সৌদ পরিচালিত ধারাবাহিক নাটক 'এলেবেলে' ও ইদ্রিস হায়দার পরিচালিত 'সেক্লে ইনিংস' যথাক্রমে বাংলা ভিশন ও এশিয়ান টিভিতে প্রচার হচ্ছে।
মঞ্চে অভিনয় নিয়ে কিছু বলুন?
মঞ্চ দিয়ে আমার অভিনয়ের যাত্রা শুরু কিন্তু এখন সময়ের কারণে আর মঞ্চে অভিনয় করা হয়ে উঠে না। কিন্তু আমি মঞ্চ নাটককে অনেক মিস করি।
মঞ্চ নাটকে আপনার শুরুটা হয়েছিল কিভাবে?
আলী যাকেরের নির্দেশনায় 'ঠাট্টা তামাশা' নাটকের মধ্য দিয়ে আমি মঞ্চ নাটকে অভিনয় শুরু করি। তারপর 'গাজীর কিস্সা', 'অচলায়তন', 'গ্যালিলিও', 'কাঁঠাল বাগান' নাটকে অভিনয় করেছি।
* আলী আফতাব