প্রথমবারের মতো একটি আইটেম গানে পারফর্ম করতে যাচ্ছেন উদিতা গোস্বামী। এর আগে খোলামেলা ও রগরগে দৃশ্যে কাজ করে আলোচনায় এলেও আইটেম গান করা হয়নি তার কখনো। কিন্তু এবার প্রভুদেবার একটি নতুন ছবির আইটেম গানের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায়ও ফিরতে যাচ্ছেন উদিতা। এই আইটেম গানটির চিত্রায়ণ হবে আগামী কয়েক দিনের মধ্যেই। নিজের টুইটার একাউন্টে উদিতা নিজেই এমন ঘোষণা দিয়েছেন।
* শোবিজ ডেস্ক