আবারও এম এ জলিল অনন্তর ছবিতে গাইলেন কৈলাশ খের। জাহিদ আকবরের কথায় ঢাকার চলচ্চিত্রে তৃতীয়বারের মতো গান গাইলেন ভারতের জনপ্রিয় সুফি গায়ক কৈলাশ খের। এম এ জলিল অনন্ত পরিচালিত 'মোস্ট ওয়েলকাম-টু' চলচ্চিত্রে 'মানুষ' শিরোনামের গানটি সম্প্রতি মুম্বাইয়ের আন্ধেরির কৈলাশা স্টুডিওতে রেকর্ডিং হয়েছে। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন কলকাতার তরুণ সংগীত পরিচালক আকাশ। গান গাওয়ার অনুভূতি প্রসঙ্গে কৈলাশ খের বলেন, গানটির সুর শুনে আমার চোখে জল চলে এসেছিল। গানের কথাগুলো আমাকে স্পর্শ করেছে। আকাশ অনেক ভালো সুর করে। এর আগে অনন্ত জলিল পরিচালিত 'নিঃস্বার্থ ভালোবাসা' চলচ্চিত্রে গান করেছিলাম। তার চলচ্চিত্রের গান আন্তর্জাতিক মানসম্পন্ন। এ নিয়ে তৃতীয়বারের মতো ঢাকার ছবিতে গাইলাম। গীতিকার জাহিদ আকবর বলেন, তার মতো গুণীশিল্পী আমার লেখায় তৃতীয়বারের মতো গান কণ্ঠে তুলেছেন, সত্যি ভালো লাগছে। এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। তা ছাড়া অনন্তর ছবির গানের মান উঁচুমাপের। তাই তার ছবির জন্য গান লিখে আলাদা মজা পাই।