রেইন ফরেস্ট
জনপ্রিয় গল্প উপন্যাস নিয়ে নাটক হয়েছে, জনপ্রিয় কবিতা অবলম্বনেও নাটক হয়েছে অনেক সময়। কিন্তু এখনো বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেলে বিখ্যাত এবং জনপ্রিয় গানগুলোর গল্প অবলম্বনে সিরিজ নাটক প্রচার হয়নি। পরিচালক অনন্য ইমন প্রথমবারের মতো জনপ্রিয় গানগুলো নিয়ে নির্মাণ করেছেন ধারাবাহিক নাটক 'রেইন ফরেস্ট'।
এখন পর্যন্ত সিরিজের আলাদা আলাদা গল্পে অভিনয় করছেন সজল, আমিন খান, কুসুম শিকদার, নাঈম, কল্যাণ কোরাইরা, ফারহানা মিলি, শাহেদ আলী প্রমুখ। প্রিয় গানের সিরিজ নাটক 'রেইন ফরেস্ট' নাটকটি আজ থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার এসএ টিভিতে রাত ৮টায় প্রচার হবে।
টিট ফর ট্যাট
আজ থেকে আরটিভিতে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক টিট ফর ট্যাট। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আলভী আহমেদ। নাটকে বিভিন্ন চরিত্রে করেছেন রাইসুল ইসলাম আসাদ, নওশীন, মৌসুমী (লাঙ্), শহীদুজ্জামান সেলিম, ভাবনা, দ্বীপান্বিতা, মৌটুসী বিশ্বাস, মনিরা ইউসুফ মেমী, শর্মিলী আহমেদ, মিশু সাব্বীর, রাহুল আনন্দ, উজ্জ্বল মাহমুদ, আজাদ আবুল কালাম সেতু, সৈকত প্রমাণিক, মোস্তাফিজ শাহীন প্রমুখ।
নাটকটি প্রচার হবে আরটিভিতে প্রতি সপ্তাহে বুধ থেকে শনি রাত ৯টা ৪৫ মিনিটে।
'মিউজিক ক্লাব'-এ এস আই টুটুল
বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট 'মিউজিক ক্লাব'-এ আজকের অতিথি কণ্ঠশিল্পী এস আই টুটুল ও ব্যান্ড দল ধ্রুবতারা। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে এস আই টুটুল ও ব্যান্ড দল ধ্রুবতারার কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। গানের পাশাপাশি তারা কথা বলবেন তাদের জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। 'মিউজিক ক্লাব'-এর এই পর্বটি বাংলাভিশনে সম্প্রচারিত হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ বিপ্লব।
ম্যাঙ্মিাস তরুণ কণ্ঠ
আর্থ-সামাজিক ও রাজনৈতিক বিপ্লবে বাংলাদেশের তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও নীতি নির্ধারণীতে তারা উপেক্ষিত। অবদান, স্বীকৃতি কিংবা মূল্যায়ন না পাওয়ায় তরুণরা দিনে দিনে রাজনীতিবিমুখ হয়ে পড়ছে। বিগত দু'দশকে তাই বাংলাদেশের রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ নেমে এসেছে প্রায় শূন্যের কোঠায়। এমন প্রেক্ষাপটে আর্থ সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে তরুণদের মতামত ও ভাবনা টেলিভিশন মিডিয়ায় তুলে ধরতে চ্যানেল আই প্রচার করতে যাচ্ছে নতুন অনুুষ্ঠান তরুণ কণ্ঠ। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন শাইখ ইমতিয়াজ। আকা রেজা গালিব এর পরিচালনায় অনুষ্ঠানটি প্রচার হবে আজ রাত ১১টা ৩০ মিনিটে।