কলকাতার রাজপথ থেকে লালবাজার, কলেজস্ট্রিট, আহেরিতলা সর্বত্র কেবল ব্যস্ততা আর ব্যস্ততা। চারদিকে লোকের ভিড়। এরমধ্যে উচ্চারিত হলো কয়েকটা শব্দ: লাইট, ক্যামেরা, অ্যাকশন। আর তখুনি ক্যামেরার সামেন হাজির হলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। শুটিং চলছিল পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের নতুন ছবি 'ব্যোমকেশ'-এর। তবে ঠিক যখন সুশান্ত তিলোত্তমা নগরীর রাজপথে গোয়েন্দাগিরি নিয়ে ব্যস্ত, ঠিক সেসময় টালিউডের স্বস্তিকা মুখোপাধ্যায় ঝালিয়ে নিচ্ছেন নিজের হিন্দি!
স্বস্তিকার হিন্দির শেখার পেছনের গল্পটা হলো 'ব্যোমকেশ' ছবিতে অভিনয় করছেন তিনি। শোনা যাচ্ছে তিনি এ ছবিতে সত্যবতী চরিত্রে অভিনয় করবেন। কিন্তু কথাটা যেন ফু দিয়ে উড়িয়ে দিলেন স্বস্তিকা। জানালেন, আমি দিবাকরের 'ব্যোমকেশ' ছবির সত্যবতী নই। তবে খুব গুরুত্বপূর্ণ চরিত্রে আছি। এটা এখনই ফাঁস করা যাবে না।
কিন্তু হঠাৎ মাস্টার রেখে হিন্দি শেখা কেন এ প্রশ্ন উঠতেই স্বস্তিকার জবার, হিন্দি আমি পড়তে পারি, বলতেও জানি। তবে বলাটাকে আরও শ্রুতিমধুর করতে হবে। মাঝে মাঝেই জেন্ডারে গোলমাল হয়ে যায়।
এদিকে, বলিউডের হিন্দি ছবিতে স্বস্তিকা এইবারই প্রথম অভিনয় করছেন না। এর আগেও ছ'টি ভিন্ন পরিচালকের ভিন্ন গল্প নিয়ে তৈরি 'মুম্বাই কাটিং' ছবির একটি গল্পে অভিনয় করেছিলেন স্বস্তিকা। তবে স্বস্তিকা মনে করছেন যেহেতু দিবাকরের এই ছবিটি বাঙালির প্রিয় গোয়েন্দা চরিত্রকে নিয়ে নির্মিত হচ্ছে তাই তিনি নিজের হিন্দি উচ্চারণ নিয়ে একটু বেশিই চিন্তিত।