আজ মহম্মদ হান্নান স্মরণে নাটক
আজ সন্ধ্যায় নাটক ও আলোচনাসভার মধ্য দিয়ে মহাকালের সাবেক সদস্য সদ্যপ্রয়াত চলচ্চিত্র নির্মাতা মহম্মদ হান্নানকে স্মরন করবেন মহাকাল নাট্যসম্প্রদায়।
বিকেল ৫টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিতব্য এই আয়োজনে মহম্মদ হান্নানের জীবন ও কর্মের উপর আলোকপাত করে বক্তব্য রাখবেন নির্মাতা চাষী নজরুল ইসলাম, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শহিদুল ইসলাম খোকন, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্বে থাকবেন মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এফআই মানিক। আলোচনা শেষে 'শিখণ্ডী কথা'নাটকের বিশেষ মঞ্চায়ন হবে।
কাল তীরন্দাজের 'কণ্ঠনালীতে সূর্য'
কাল শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে তীরন্দাজ নাট্যদলের ভিন্নধর্মী গল্পের নাটক 'কণ্ঠনালীতে সূর্য'।
মোহিত চট্টোপাধ্যায়ের রচনায় নাটকটির নির্দেশনায় রয়েছেন রাজীব দে। এটি নাটকটির পঞ্চম প্রদর্শনী।
ছায়ানটে লোকসংগীতের বার্ষিক আসর
ছায়ানটের আয়োজনে আজ অনুষ্ঠিত হবে বার্ষিক লোকসংগীতানুষ্ঠানের আসর। ছায়ানট মিলনায়তনের এই আয়োজনে পরিবেশিত হবে লোকগীতি কবি রকিব শাহ্, শীতলং শাহ্, ভবা পাগলা, পাগল কানাই ও দুদ্দু শাহের গান।
শুরু হচ্ছে ঢাকা আর্ট সামিট
সামদানি আর্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে আজ শুক্রবার শিল্পকলা একাডেমির চিত্রশালায় শুরু হচ্ছে ঢাকা আর্ট সামিট। বৈচিত্র্যময় এই শিল্পকর্মের প্রদর্শনীতে থাকবে বাংলাদেশসহ দক্ষিণএশীয় অঞ্চলের ২৫০ জনেরও বেশি শিল্পীর শিল্পকর্ম। পাশাপাশি থাকবে শিল্পকলা বিষয়ক সেমিনারসহ নানা আয়োজন। আজ সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিল্পকলার চিত্রশালা মিলনায়তনে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।
প্রদর্শনীতে ১৪ জন আন্তর্জাতিক শিল্পী বাংলাদেশ সম্পর্কিত তাদের শিল্পসম্ভার তুলে ধরবেন। এই শিল্পীরা হলেন_ দা আব্দুল, রানা বেগম, রাথিন বর্মণ, শিল্পা গুপ্ত, রুনা ইসলাম, জিতীশ কাল্লাত, তৈয়েবা বেগম লিপী, নাইম মোহায়মেন, মাহবুবুর রহমান, রশীদ রানা, মিঠু সেন, শেরিন শেরপা, শাজিয়া সিকান্দার ও অসীম ওয়াকিফ। ৯ ফেব্রুয়ারি শেষ হবে তিনদিনের এই প্রদর্শনী।
কবিদের কবিতা পাঠের আসর
জাতীয় কবিতা পরিষদ ও ভারত-বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল দুইবংলার কবিদের কবিতা পাঠের আসর। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। শিল্পী সুজিত মোস্তফার কণ্ঠে 'এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে' গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে।
জাতীয় কবিতা পরিষদের সভাপতি হাবীবুল্লাহ সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পংকজ সরণ।
অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান ও ভারত-বাংলাদেশ ফাউন্ডেশনের বোর্ড মেম্বর ড. মুহম্মদ সামাদ। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও সংস্কৃতি সচিব ড, রনজিৎ কুমার বিশ্বাস।
এই আয়োজনে কবিতা পাঠের আসরে কবিতা পাঠ করেন ভারতের কবি বীথি চট্টোপাধ্যায়, কবি আসাদ চৌধুরী, শ্যামল কান্তি দাশ, দিলারা হাফিজ, নূর উল আলম লেনিন, মৃনাল বসু চৌধুরী, আসলাম সানী, কামাল চৌধুরী, আনোয়ার সৈয়দা হক, সৈয়দ শামসুল হক, বেলাল চৌধুরী, রফিক আজাদ, শ্রীজাত প্রমুখ।