আবারও ক্যামেরার সামনে নগ্ন হলেন বাঙালি তারকা রাইমা সেন। বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন খোলামেলাভাবে ক্যামেরাবন্দী হয়ে বিতর্কের জন্ম দিলেন। যদিও এই অভিনেত্রী এটাকে নিছকই প্রয়োজনের স্বার্থে বলে তুলনা করেছেন। অরিন্দম দে পরিচালিত 'ছায়া মানুষ' ছবিতে বেশ খোলামেলা দৃশ্যে ফ্রেমবন্দী হয়েছেন এ অভিনেত্রী। ভৌতিক এ ছবিতে রাইমার বিপরীতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। রাইমার পাশাপাশি পাওলি দামও এ ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। এ প্রসঙ্গে রাইমা বলেন, 'অনেক দিন পর এ ধরনের একটি ছবিতে অভিনয় করলাম। আশা করি, ছবিটি সবারই ভালো লাগবে।'