একটানা ৩০ ঘণ্টা কাজ করে অসুস্থ হয়ে পড়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন তিনি কিন্তু ওষুধ খেয়ে কাজ চালিয়ে যাচ্ছিলেন। এখন নাকি তিনি আর বিছানা থেকেই উঠতে পারছেন না।
শুক্রবারে ফারাহ খান পরিচালিত 'হ্যাপি নিউ ইয়ার' ছবির সেটে কাজ করেন দীপিকা। এরপর ছুটলেন একটি পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে যেখানে তাকে পারফরমেন্স করতে হবে। গভীর রাত পর্যন্ত কাজ করার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন দীপিকা। একেবারে জ্বরে পড়ে গেলেন।
চিকিৎসক বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। পরামর্শ না মেনে ওষুধ খেয়ে শুটিং করতে চলে যান তিনি।