বলিউডে টিকতে হলে কত কিছুই না করতে হয় স্টারদের। এমন কিছু করা যাতে টিআরপি যেন থাকে সবসময় উর্ধ্বমুখী। তবে নিন্দুকেদের মতে, ভালো অভিনয় করলে টিআরপি থাকবে দিব্য। আলোচনা যখন বলিউড সুন্দরী নার্গিস ফকরিকে নিয়ে তখন টিআরপির ব্যাপারটা একটু চিন্তার কারণ।
বলিউডে পা দিয়ে নার্গিসের ঝুলিতে আপাতত দুটিই ছবি। ‘রকস্টার’ ও ‘মাদ্রাজ ক্যাফে’। দুটি ছবিতেই তার অভিনয় কম, বরং জনপ্রিয় হয় নায়ক রণবীর ও জন আব্রাহামের অভিনয়। তবে আগমীতে মুক্তি পাবে নার্গিসের আরেকটি ছবি ‘তু মেরা হিরো’।
নতুন ছবির জন্য নয়, নিজের জনপ্রিয়তাকে ধরে রাখতে নার্গিস এখন পৌঁছে গেছেন সার্কাসে! অবাক হচ্ছেন? ভাবছেন নার্গিস ফকরি সার্কাস করবেন? বিষয়টি পুরোপুরি সত্য না হলেও আংশিক সত্য।
এক ফিটনেস বিষয়ক বিজ্ঞাপনের জন্য সার্কাসে ট্রাপিজ খেলায় মেতে উঠবেন সুন্দরী নার্গিস। আর ট্রাপিজ খেলাকে সঠিক করে খেলতে বিশেষ ট্রেনিংয়ের জন্য লন্ডনে উড়ে গেছেন তিনি।
নার্গিসের কথায়, একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। তবে বেশ কঠিন। শ্যুটিং নিয়ে বেশ এক্সাইটেড আমি।
‘ধূম থ্রি’ ছবিতে ক্যাটরিনা কইফকেই দেখা গিয়েছিল সার্কাসের মঞ্চে। ক্যাটরিনাও নিয়েছিলেন বিশেষ ট্রেনিং। ‘ধূম থ্রি’-এর মালাং গানে যে সার্কাস ট্রুপ ব্যবহার হয়েছিল নার্গিসের বিজ্ঞাপনে সেই ট্রুপই থাকছে বলে জানা গেছে।