আগামী মাসেই মুক্তি পাচ্ছে ইফতেখার চৌধুরী পরিচালিত 'রাজত্ব'। মুক্তির আগেই প্রকাশ পেয়েছে রাজত্ব চলচ্চিত্রের গানের অডিও সিডি। এটি প্রকাশ করেছে ঈগল মিউজিক। চলচ্চিত্রটিতে গান রয়েছে মোট পাঁচটি। এতে কণ্ঠ দিয়েছেন_ এলিটা, কণা, দোলা ও হাসিব। সবগুলো গানের সুর ও সংগীত করেছেন অদিত। চারটি গানের কথা লিখেছেন সোহেল আরমান, একটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। এই চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্রের আইটেম গানে কণ্ঠ দিলেন এলিটা। গানটির শিরোনাম 'আজ এই রাতে'। সুর ও সংগীতায়োজনের পাশাপাশি রাজত্ব প্রযোজনাও করেছেন অদিত। এটি তার প্রযোজনায় দ্বিতীয় চলচ্চিত্র।