মহান ভাষা আন্দোলনকে উপজীব্য করে মুনীর চৌধুরীর লেখা নাটক 'কবর' মঞ্চে আনছে নতুন নাট্যদল থিয়েট্রেক্স বাংলাদেশ। এটি তাদের প্রথম প্রযোজনা। এর প্রদর্শনী হবে ভারতে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান ভারতের বিলোনিয়ায় আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎসবে নাটকটি পরিবেশন করবে দলটি। এ ছাড়া ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে নাটকটির প্রদর্শনী হবে। প্রায় ছয় দশক পর এই স্থানে 'কবর'র মঞ্চায়ন হবে। ১৯৫৬ সালে কার্জন হলে নাটকটির প্রথম প্রকাশ্য প্রদর্শনী হয়েছিল। থিয়েট্রেঙ্ বাংলাদেশ পরিবেশিত 'কবর'-এর নির্দেশনা দিয়েছেন নীলা সাহা। সার্বিক পরিকল্পনায় সুদীপ চক্রবর্তী। এতে অভিনয় করেছেন আতিকুর রহমান, আতিকুল ইসলাম, মির্জা শাখেছেপ শাকিব, সুশান্ত কুমার সাহা প্রমুখ।