এক সময়ের সাড়া জাগানো নায়ক নাঈমের আমন্ত্রণে ক্রিকেটপ্রেমীদের উৎসাহ দিতে এবং ক্রিকেট খেলার উদ্বোধন করতে চিত্রনায়ক রিয়াজ গতকাল হাজির হয়েছিলেন টাঙ্গাইলের দেলদুয়ারের পাথরাইলের নলশোঁধা গ্রামে। সেখানে 'খাজা মুরাদ স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৪'-এর উদ্বোধন করেন রিয়াজ। মাসব্যাপী শুরু হওয়া এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয় গতকাল। চিত্রনায়ক রিয়াজ খেলার উদ্বোধনীর শুরুতে বলেন, 'ক্রিকেটপ্রেমীদের মাঝে আসতে পেরে সত্যিই আজ ভীষণ ভালো লাগছে। আজ আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ক্রিকেট স্থান করে নিয়েছে। আমার বিশ্বাস, এই নলশোঁধা গ্রামের ছেলেমেয়েরাও এক দিন জাতীয় পর্যায়ে খেলে দেশের জন্য সুনাম বয়ে আনবে।'
চিত্রনায়ক নাঈম বলেন, 'অনেক ব্যস্ততার মাঝে রিয়াজ সময় দিতে পেরেছেন এই জন্য নলশোঁধা যুব সংঘের পক্ষ থেকে আমি কৃতজ্ঞ। রিয়াজের আগমনে খেলোয়াড়দের মাঝে যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে তা আশা করি আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে।'চিত্রনায়ক রিয়াজ অভিনীত সোহানুর রহমান সোহান পরিচালিত 'লোভে পাপ পাপে মৃত্যু' ছবিটি গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায়। ছবিটিতে তার বিপরীতে আছেন পূর্ণিমা।