বাংলাদেশের প্রখ্যাত কবি আল মাহমুদের ছোটগল্প 'জলবেশ্যা' অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র 'টান'। কলকাতার পরিচালক মুকুল রায় চৌধুরী ছবিটি নির্মাণ করেছেন। আজ কলকাতায় মুক্তি পাচ্ছে ছবিটি। নির্মাতা বলেন, 'এটি আমার নির্মাণ করা প্রথম ছবি। তাই একটু ভয়ে ছিলাম। কিন্তু এখন পর্যন্ত অগ্রিম সব টিকিট শেষ হয়ে গেছে। 'জলবেশ্যা' গল্পটি কলকাতায় অনেক জনপ্রিয়। তাই ছবিটি নিয়ে সবার মধ্যে একটা কৌতূহল কাজ করছে।' 'টান' ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাঙালি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। জল, জঙ্গল আর জলবেশ্যাদের কাহিনী নিয়ে ছবিটির চিত্রনাট্য লিখেছেন শিবাশিস বন্দ্যোপাধ্যায়। ঋতুপর্ণা ছাড়াও ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সুমন্ত চট্টোপাধ্যায়, পামেলা, দেবলীনা দত্ত, দেবদূত প্রমুখ।