বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুনিধি চৌহান এবার ঢাকার ছবিতে গান গাইলেন। এবারই প্রথম তিনি ঢালিউডের ছবিতে কণ্ঠ দিলেন। মুহম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ছবি 'তারকাঁটা'র একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানের কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন আরফিন রুমী। গানের শিরোনাম 'বন্ধন'। সম্প্রতি রাজ ভারতের মুম্বাইতে গিয়ে গানটিতে সুনিধির কণ্ঠ ধারণ করেছেন। সুনিধি গানটি গেয়ে খুশি হয়েছেন। কারণ সুর ও সংগীত তার ভালো লেগেছে।
সুনিধিকে দিয়ে গান গাওয়ানো প্রসঙ্গে রাজ বলেন, 'সুনিধি আমার প্রিয় শিল্পীদের একজন। অনেক দিনের ইচ্ছা ছিল তাকে দিয়ে গান করাব। ইচ্ছাটি পূরণ হলো। আমি খুশি।'