বাংলাদেশ পুলিশের সরাসরি সম্পৃক্ততায় নির্মিত হচ্ছে চলচ্চিত্র 'ঢাকা অ্যাটাক'। এটাই বাংলাদেশের প্রথম পুলিশ থ্রিলার চলচ্চিত্র। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়ে এটি নির্মিত হবে। চলচ্চিত্রের পাণ্ডুলিপি তৈরি করেছেন সানী সানোয়ার। পরিচালনায় দীপংকর দীপন। প্রযোজনা করছে ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি। নির্মাতা প্রতিষ্ঠান থ্রি হুইলারস। গতকাল দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর হয় রাজারবাগ পুলিশ লাইনসের অডিটোরিয়ামে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ, বিএফডিসির মহাপরিচালক পিযূষ বন্দ্যোপাধ্যায়, অভিনেতা সৈয়দ হাসান ইমামসহ চলচ্চিত্র-সংশ্লিষ্টরা। নির্মাতা দীপংকর দীপন বলেন, 'এখন প্রস্তুতি নিচ্ছি শুটিংয়ের। শুটিং করব মে মাসে। জনপ্রিয় তারকারা তো থাকবেনই, পাশাপাশি পুলিশের অংশগ্রহণ থাকবে।