মাতিয়া বানু শুকুর রচনায় এবং জুবায়ের ইবনে বকরের পরিচালনায় 'কে ভাসাবে সাদা মেঘের ভেলা' শিরোনামের একটি একক নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তানিয়া, তারিন ও তুবা। নাটকে তানিয়া চরিত্রে শায়না আমিন, তারিন চরিত্রে লাঙ্ তারকা সামিয়া ও তুবা চরিত্রে অভিনয় করেছেন তারিন রহমান। এবারই প্রথম তারা তিনজন একসঙ্গে একই নাটকে অভিনয় করেছেন। পরিচালক জুবায়ের ইবনে বকর জানান, নাটকটি খুব শীঘ্রই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এ নাটকে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কাজী আসিফ ও নিলয়।