নতুন প্রজন্মের অভিনেতা রণবীর কাপুরকে পর্দায় নিজের ভাই হিসেবে দেখতে চান অভিনেত্রী মনীষা কৈরালা। মনীষা বলেন, আমি অনেক দিন ধরেই রণবীর কাপুরকে দেখছি। তিনি খুবই গুণী শিল্পী। আমার মনে হয় তিনি আমার ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করতে পারবেন। নতুন প্রজন্মের অভিনেত্রীদের নিয়েও আশাবাদী মনীষা। তিনি বলেন, এ প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে আমার পছন্দের তালিকাটা অনেক বড়। আনুশকা শর্মা থেকে শুরু করে পরিনীতি চোপড়া, সোনাক্ষি সিনহা এমনকি সোনম কাপুর কেউ কারও চেয়ে কম নন। নিজের অভিনয়জীবনে মনীষা প্রধান চরিত্রে ছিলেন 'বোম্বে', 'নাইনটিন ফর্টি টু : এ লাভ স্টোরি' এবং 'দিল সে'র ইত্যাদির।