টিভি ব্যক্তিত্ব কিম কার্দেশিয়ান তার ওজন নিয়ে রসিকতা করায় ট্যাবলয়েড পত্রিকাগুলোর কঠোর সমালোচনা করলেন। সন্তান হওয়ার পরে তার ওজন বৃদ্ধি স্বাভাবিক বলেই তিনি জানিয়েছেন। এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। সম্প্রতি কয়েকটি ট্যাবলয়েড কিমের ওজন নিয়ে রসিকতা করে। তারা সন্তান গ্রহণের পরে কিমের ওজন বৃদ্ধির ঘটনাকে তুলে ধরে। এ ছাড়া কিম কৃত্রিমভাবে নিতম্ব বাড়িয়ে নিয়েছেন বলেও অনেকে মন্তব্য করে। এসব মন্তব্যের জবাবে কিম লিখেছেন, 'বাচ্চা নেওয়ার আগের ১৫৫ পাউন্ড ওজনের হালকা-পাতলা শরীরের সঙ্গে বর্তমান আমার তুলনা! বাচ্চা আছে এমন যে কেউ জানেন ওজন কমানো কত কঠিন'।