নাম তার স্বচ্ছ। পুরো নাম সাইফ খান স্বচ্ছ। ছোট্ট এই শিশুশিল্পী এ পর্যন্ত ১১৩টি টিভি নাটকে অভিনয় করেছে। তিনটি চলচ্চিত্রে অভিনয় শেষে এখন নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করছে। নাম 'একাত্তরের ক্ষুদিরাম'। ছবিটি রচনা ও পরিচালনা করছেন মান্নান হীরা। এই ছবির প্রধান একটি চরিত্র 'ক্ষুদিরাম' চরিত্রে অভিনয় করছে স্বচ্ছ। শিশুশিল্পী স্বচ্ছ চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে বলে, 'আমার এই বয়স পর্যন্ত বেশিরভাগ সময়ই কেটেছে স্কুলে আর অভিনয়ের মধ্য দিয়ে। অভিনয়ই আমার অনেক বেশি ভালো লাগে। সবার দোয়ায় আমি একজন অভিনেতা হিসেবেই প্রতিষ্ঠা চাই। সবার সহযোগিতায় আমি ভালো ভালো কাজ করতে চাই। মান্নান স্যারের প্রতি কৃতজ্ঞ যে তিনি আমাকে তার ছবিতে প্রধান চরিত্রে কাজ করার সুযোগ দিয়েছেন।' বর্তমানে একাত্তরের ক্ষুদিরাম ছবিটির শুটিং চলছে। স্বচ্ছ এর আগে আরও তিন চলচ্চিত্রে অভিনয় করেছে। ছবিগুলো হচ্ছে মোরশেদুল ইসলামের 'একই বৃত্তে', পি এ কাজলের 'মুক্তি' ও বদরুল আনাম সৌদের '৭১-এর খণ্ড গল্প'।