পাঠকদের হাত পেরিয়ে এবার বড়পর্দায় উঠতে যাচ্ছে পশ্চিমবঙ্গের প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের বুনোহাঁস উপন্যাসটি। রিলায়েন্স এন্টারটেইনমেন্টের ব্যানারে এ উপন্যাস অবলম্বনে ছবি তৈরি করছেন টলিউডের নামি পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী।
এতে অভিনয় করছেন দেব, তনুশ্রী, শ্রাবন্তী, মুনমুন ও রাইমা সেন। ছবিটির নির্মাণ কাজ শেষ পর্যায়ে। গত শনিবার 'বুনোহাঁস'-এর ট্রেইলার ছাড়া হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সমরেশ মজুমদার বলেন, উপন্যাসটি এবার বড়পর্দার জন্য অপেক্ষা করছে। একটি সহজ-সরল যুবক কিভাবে অন্ধকার জগতে হারিয়ে যেতে পারে তা তুলে ধরা হয়েছে এখানে। উপন্যাসটি লিখেছিলাম ২০১২ সালে।