পৃথিবীর সবচেয়ে প্রিয় ১০ জন মানুষের তালিকায় এবার যুক্ত হয়েছে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের নাম। সম্প্রতি ব্রিটেনের এক প্রভাবশালী পত্রিকা আয়োজন করে এই জরিপের। যেখানে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচন করা হয় পৃথিবীর সবচেয়ে প্রিয় ১০ জন মানুষের তালিকা। 'ইউগভ' নামের ওই পত্রিকার জরিপে অংশ নেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ভারত, চীন, পাকিস্তান, ব্রাজিল, মিসর, নাইজেরিয়া এবং ইন্দোনেশিয়ার মোট ১৪ হাজার মানুষ। ৭১ বছর বয়সী বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের ক্যারিয়ার শুরু হয় ষাটের দশকের শেষাধের্্ব। ১৯৬৯ সালে মুক্তি পায় অমিতাভ অভিনীত প্রথম সিনেমা 'সাত হিন্দুস্তানি'।