জাতীয় শিশুশিল্পী পুরস্কারপ্রাপ্ত অভিনয় শিল্পী প্রিয়াংকা বসাককে নিয়ে এবার চলচ্চিত্র নির্মাণ করছেন রাজকুমার সালমান হায়দার। চলচ্চিত্রের শিারোনাম 'কেন্দ্র'। এতে প্রিয়াংকার বিপরীতে রয়েছেন নতুন মুখ নয়ন। সন্ত্রাস নির্মূলে সমাজকে সচেতন করার বাণী নিয়ে বিনোদন নির্ভর এই চলচ্চিত্রের গল্প ও গান লিখেছেন নির্মাতা নিজেই। এতে গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করছেন বাপ্পারাজ এবং খেয়ালী। ৪ ফেব্রুয়ারি থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে এ চলচ্চিত্রের শুটিং। নির্মাতা বলেন, চলচ্চিত্র হচ্ছে সমাজ পরিবর্তনের হাতিয়ার। তাই সময়োপযোগী বিষয়বস্তু নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করছি।