বড়পর্দার অভিনেত্রী মাহিয়া মাহী এবার গান লিখলেন। একেবারেই শখের বশে গানটি লিখেছেন তিনি। গানের কথা এমন- 'তুমি একটুখানি দূরে যেও একটু থেকো পাশে/ তুমি একটুখানি ভালোবেসো অনেক ঘৃণা শেষে...'। এরই মধ্যে গানটির রেকর্ডিংও শেষ হয়েছে। সুর ও সংগীত করেছেন শফিক তুহিন। গানটি গেয়েছেন শফিক তুহিন ও লাবণ্য। তুহিন জানিয়েছেন, গানটি 'দেশা- দ্য লিডার' ছবিতে ব্যবহৃত হবে। ছবিটি নির্মাণ করছেন সৈকত নাসির। এতে অভিনয় করছেন নবাগত শিপন ও মাহী। তুহিন বলেন, 'মাহী শখের বশে গানটি লিখলেও সুন্দর হয়েছে। ছবির যে দৃশ্যে গানটি ব্যবহৃত হবে তার সঙ্গে পুরোপুরি মানানসই গানটি।'