মৌটুসীর পরিচিতিটা নাট্যাঙ্গনে বেশি। একজন অভিনেত্রী হিসেবেই শুধু নয় মডেল এবং উপস্থাপিকা হিসেবেও মৌটুসী ভীষণ জনপ্রিয়। সম্প্রতি তিনি সিনেমার জনপ্রিয় তারকা মৌসুমীকে নিয়ে একটি অনুষ্ঠানে কাজ করছেন। চ্যানেল টুয়েন্টি ফোর-এ প্রচার চলতি একটি রিয়েলিটি শো'র বিচারক হিসেবে কাজ করছেন চিত্রনায়িকা মৌসুমী। আর সে অনুষ্ঠানেরই উপস্থাপনা করছেন মৌটুসী বিশ্বাস। মৌসুমী বলেন, 'এর আগেও বিচারক হিসেবে কাজ করেছি। তবে এবারে বিচারের ধরনটা একটু অন্যরকম। মৌটুসীর উপস্থাপনা আমার ভালো লাগছে।' মৌটুসী বলেন, 'মৌসুমী আপু খুব বিনয়ী এবং অমায়িক একজন শিল্পী। একজন শিল্পীকে তার কাজের ক্ষেত্রে কতটা প্রফেশনাল হতে হয় তা তার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। এই অনুষ্ঠানে তাকে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে।' অন্যদিকে মৌটুসী বিশ্বাস শুক্রবার থেকে আবারও আফসানা মিমির পরিচালনায় একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন। তার নতুন বিজ্ঞাপন আশফাক বিপুলের পরিচালনায় 'সার্ফ এঙ্লে' কয়েকদিনের মধ্যে প্রচারের পর থেকেই বেশ আলোচনায় এসেছে। আরটিভিতে আবার প্রচার হচ্ছে আলভী আহমেদ পরিচালিত ধারাবাহিক নাটক 'টিট ফর ট্যাট' ও এনটিভিতে প্রচার হচ্ছে তার অভিনীত ধারাবাহিক নাটক 'ভালোবাসার চতুষ্কোণ'। এছাড়া তার নতুন শুরু হওয়া ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে মাসুদ সেজানের পরিচালনায় 'চলিতেছে সার্কাস'।